চকরিয়ায় সৌদিয়া বাস ও ট্রলিগাড়ীর সংঘর্ষে নিহত ১


কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় সৌদিয়া পরিবহনের একটি বাস লোহার রড় ভর্তি ট্রলি (ত্রি-হুইলার দেশীয় গাড়ী) গাড়ীকে পেছন দিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই ১জন নিহত ও অপর জন গুরুতর আহত হয়েছে।
৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় বানিয়ার ছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ৪শ গজের মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। বানিয়ারছড়া ফাঁড়ির ইন্চার্য সার্জেন্ট নুরে আলম সহ হাইওয়ে পুলিশ নিহত ও আহতকে উদ্ধার করেছে।
চকরিয়ার বানিয়ারছড়া ফাঁড়ির ইন্চার্য সার্জেন্ট নুরে আলম জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বানিয়র ছড়ায় দক্ষিণমুখি একটি লোহার রড় ভর্তি ট্রলি (ত্রি-হুইলার দেশীয় গাড়ী) গাড়ীকে পেছন দিক দিয়ে চাপা দেয় সৌদিয়া পরিবহনের চট্টমেট্রো ব ১১-০৬৮৪ নং গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রলি গাড়ীর উপর চড়াও হয়ে চাপা দেয়।
ঘটনাস্থলেই জহির আহমদ (৪০) পিতা মৃত সোলতান আহমদ নামের ট্রলির আরোহী (লেভার)নিহত এবং চালক মোহাং আরিফ (২০) গুরুতর আহত হয়। নিহত এবং আহত দুইজনই ট্রলির আরোহী ও চালক বলে জানা গেছে।
চকরিয়ার বানিয়ারছড়া ফাঁড়ির ইন্চার্য সার্জেন্ট নুরে আলম জানান, চট্রগ্রামের লোহাগাড়া সেনের হাট থেকে রড়বাহী একটি ট্রলিগাড়ী মহাসড়ক হয়ে চকরিয়া যাচ্ছিল। মহাসড়কের চকরিয়া বানিয়ার ছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি কাছাকাছি মহাসড়কে সৌাদিয়া গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রলির পেছন দিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন হতাহত হয়। তিনি গাড়ী দুইটি জব্দ করেছেন বলে জানিয়েছেন।