৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এম, জুনাইদ উদ্দিন, চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ০৮:০৩ পিএম, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮ | ৫০৩
অভিনব পন্থায় পাচারের সময় হাজার পিচ ইয়াবা টেবলেট সহ মোং ছালাউদ্দিন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ।  ৩১ আগষ্ট ২০১৮ সন্ধ্যায়  চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়ার ঢালায় একটি সৌদিয়া গাড়ীতে তল্লাসী চালিয়ে  ব্যবহারের গামপটে লুকিয়ে বিশেষ কায়দায় পাচার করছিল বলে জানান মালুমঘাট হাইওয়ে পুলিশের টিএসআই জসিম উদ্দিন।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টমেট্রো চ ১১-১০৫২ নং সৌদিয়া পরিবহনের বাস গাড়ীতে তল্লাসী চালিয়ে ৩ হাজার ১৮টি ক্ষুদ্র প্যাকেটে  ৩ টি গামপট সহ তাকে আটক করে। 
 
আটক ব্যক্তি মুন্সিগঞ্জের বিক্রমপুর ভারুয়াখালী এলাকার মোহাং ছালামের পুত্র। বর্তমানে সে ঢাকা কামরাঙ্গীর চরের বড়গ্রামের বাসিন্দা।
 
মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ৩ হাজার ইয়াবা সহ আটক ছালাউদ্দিন (৪২) একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। মাদক আইনে তাকে থানায় সোপর্দ করা হবে।