‘বিয়ে করার দরকার নেই; এবার বাচ্চার জন্ম দাও’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮ | ৪২৯

প্রায় শেষ লপ্তে এসে পৌঁছেছে সালমান খানের রিয়েলিটি শো ‘দশ কা দম’। যদিও শেষের এপিসোডের এখনও টেলিকাস্ট হয়নি। কিন্তু, শাহরুখ খানের ফ্যান ক্লাবের তরফে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে শাহরুখ খান, সালমান খান এবং রানি মুখোপাধ্যায়কে একসঙ্গে দেখা যায়। শুধু তাই নয়, ওই শো-এ দেখা যায় বিগ বি অমিতাভ বচ্চনকেও। যদিও সেটা ডামি রূপে।

ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি শাহরুখ, সালমান এবং রানি মুখোপাধ্যায়কে একসঙ্গে দেখা যায় ‘দশ কা দম’-এর স্টেজে। ওই অনুষ্ঠানে হাজির হয়ে শাহরুখ, সালমানকে একসঙ্গে দেখে রানি ‘মেরে করণ, অর্জুন আ গ্যায়ে’ বলে চেঁচিয়ে ওঠেন। শুধু তাই নয়, শাহরুখ, সালমানের মধ্যে কে আগে শিশুদের ন্যাপি পাল্টাতে পারেন শুরু হয় সেই প্রতিযোগিতাও। আর সেখানে সালমান অনেকটাই এগিয়ে যান শাহরুখের তুলনায়।

যা দেখে রানি বলেন, ‘আব শাদিবাদি ছোড় দো, বাচ্চে প্যায়দা করলো’ অর্থাত আর ‘বিয়ে করার দরকার নেই। এবার বাচ্চার জন্ম দাও’। রানির ওই কথা শুনে হেসে ফেলেন শাহরুখ খান-ও।

 
এদিকে ‘ভরত’-এর প্রথম পর্যায়ের শুটিং সেরে সবে সবে মুম্বইতে ফিরেছেন সালমান খান। এই সিনেমায় সালমানের সন গে রয়েছেন ক্যাটরিনা কাইফ, নোরা ফতেহি, সুনীল গ্রোভার-রা। সালমান এবং ক্যাটরিনার প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়ে গেলেও, এই মুহূর্তে মাল্টায় রয়েছেন নোরা। পরিচালক আলি আব্বাস জাফরের কথা মতই এই মুহূর্তে মাল্টায় শুটিং শুরু করেছেন ইন্দো-মরক্কান ডান্সার।
 
সালমান যখন ‘ভরত’ নিয়ে ব্যস্ত, সেই সময় শাহরুখ ব্যস্ত ‘জিরো’-র শুটিং নিয়ে। ‘জিরো’-তেও শাহরুখ খানের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মা। ‘জিরো’-র শুটিং শেষ করে তবেই ‘ভরত’-এর জন্য মাল্টায় উড়ে যান ক্যাটরিনা। শোনা যায়, প্রিয়াঙ্কা ‘ভরত’ থেকে সরে যাওয়ার পর পরই এই সিনেমার জন্য ক্যাটরিনাকে বেছে নেওয়া হয়।
 
শুধু তাই নয়, সালমান খান যখন অসুবিধায় পড়েছেন, ক্যাটরিনাই সবার প্রথমে তাঁকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এবারেও নাকি তার ব্যতিক্রম হয়নি।