সখীপুরে দুই মোটরসাইকেল চোর গ্রেফতার

সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

সখীপুরসংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ৪৭৭

টাঙ্গাইলের সখীপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর দলের সদস্য আবুল কালাম মান্নান (৩০) ও আসাদ মিয়া (২৫) নামের দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে সখীপুর পৌরসভার মোখতার ফোয়ারা চত্বর এলাকা থেকে মোটরনাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা তাদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

গ্রেফতারকৃত আবুল কালাম মান্নান কালিহাতী উপজেলার কালাই গ্রামের আবদুল বারেক মিয়ার ছেলে এবং আসাদ মিয়া একই গ্রামের লতিফ মেম্বারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে উপজেলার পাথারপুর গ্রামের শামসুল হকের ছেলে রুহুল আমীন ফোয়ারা চত্বরের মান্নান প্লাজার নীচে তার মোটরসাইকেল রেখে দু’তলায় ন্যাশনাল ট্রাভেলসে যান। এ সময় ওই দুই চোর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত দুই চোরকে সাতদিনের রিমাÐ চেয়ে আদালতে পাঠানো হয়েছে।