ডিমলায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

হামিদা আক্তার, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪১ পিএম, শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮ | ৪০৮

নীলফামারীর ডিমলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাই-ভাই হাতাহাতির ঘটনায় ছোট ভাইয়ের আঘাতে আঘাত প্রাপ্ত হয়ে বড় ভাই নিহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্য সন্দুরখাতা গ্রামের (শফিকুল গণি স্বপন মাদ্রাসা সংলগ্ন পশ্চিমে) মৃত তমিজ ডাক্তারের পুত্র শামিম (৪০) ও শাহিন (৩৫) একই বাড়ীতে বসবাস করে আসছিলো। এলাকাবাসীরা জানান, প্রায়ই দুই ভাইয়ের মধ্যে সামান্য ব্যাপারে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তবে এ সময় এলাকাবাসীর কাউকেই তাদের বাড়ীতে ঢুকতে দিতো না।

ঘটনার দিন ৩১ আগষ্ট শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে তুচ্ছঘটনা বাড়ীর আঙ্গিনায় রাখা খড়ের পালা সরানোকে কেন্দ্র করে ভাই-ভাই কথা কাটাকাটির এক পর্যায় তাদের মধ্যে হাতাহাতি হয়। ভাই-ভাই ধাক্কাধাক্কির এক পর্যায়ে ছোট ভাই শাহিন বড় ভাই শামিমকে আঘাত করলে আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটে পড়ে শামিম।

কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থল বাড়ীর আঙ্গিনায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শামিম। এ ঘটনায় তড়িঘড়ি করে তাকে ঘরের ভিতরে ঢুকিয়ে মাথায় পানি ঢালতে থাকে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা। কিন্তু এরই মধ্যে শামিম না ফেরার দেশে চলে যায়। মারামারির ঘটনায় শামিমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়ে এলাকাবাসী ছোট ভাই শাহিনকে ঘটনাস্থলেই আটক করে বেঁধে রাখে ।

খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহিনকে গ্রামবাসীর হাত থেকে উদ্ধার করে আটক করেন। পরে নিহত শামিমের লাশ উদ্ধার করে থানায় আসে। ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহতের খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থল নিহত শামিমের বাড়ীতে হাজার হাজার মানুষের ঢল নামে। শোকের ছায়া নেমে আসে এলাকায়।

চাঞ্চল্যকর এ ঘটনায় থানা পুলিশ একটি সূত্র জানিয়েছে, ঝগড়া বিবাদের জেরে নিহত শামিমের লাশ প্রাথমিক ভাবে সরুতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছোট ভাই শাহিনকে থানায় নিয়ে আসা হয়েছে।

বিষয়টি অধিকতর তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।