চকরিয়ায়

জীপ ও মটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ৩ ঘন্টার ব্যবধানে নিহত ২

এম, জুনাইদ উদ্দিন, চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ০৩:২৫ পিএম, বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮ | ৫০৩
চকরিয়া সড়ক দূর্ঘটনায় ১জনকে কবরস্থ করতে না করতেই ৩ ঘন্টার ব্যবধানে অপরজনের মৃত্যুর খবরে এলাকার মানুষদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
 
চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাটের আমতলীর টেক নামক স্থানে ২৯ আগস্ট বুধবার সকাল পৌনে ১২ টার দিকে কক্সবাজার মুখি পাজেরোর সাথে চকরিয়া মুখি মোটর সাইকেল ধাক্কা দিলেই দুই আরোহীর ১জন ঘটনাস্থলেই মৃৃত্যুবরণ করলেও তৎক্ষণাৎ পথচারীরা তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে পাঠান এবং একজন মৃত্যুবরণ করেন।
 
প্রথমে আহতদের পরিচয় জানা না গেলেও পরে জানা যায়। দুইজনেই চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড নিবাসী। মৃত্যু ১ম জন চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড এর জানে আলমের তৃতীয় পুত্র  ও বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাবেল রহমান সবুজ এবং অন্যজন চকরিয়া পৌরসভা ৯ ওয়ার্ডের ওমর আলী কন্ট্রাক্টারে ভাইপো অর্থাৎ মরহুম শাহ আলমের তৃতীয় পুত্র নবিউল আরাফাত কে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। মরহুম সবুজ কে সন্ধ্যা ৭ ঘটিকায় কবরস্থ করার ৩ ঘন্টা পর চট্টগ্রাম ক্লিনিক হাসপাতালে রাত ১০ টায় মৃত্যুবরণ করেন। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি সার্জেন্ট মো.আলমগীর জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভা আ.লীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর পাজারো নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন।
 
এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়।