তিন সুন্দরী রমণীর সঙ্গে দারুণ সন্ধ্যা কাটালেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮ | ৫৯৭

শর্মিলা ঠাকুর, করিনা কাপুর এবং কারিশমা কাপুরের সঙ্গে একটা দারুণ সন্ধ্যা কাটালেন শাহরুখ খান এবং সেই মুহূর্তের ছবি ভাগ করে নিলেন নিজের ইনস্টাফ্যামের সঙ্গে। পোস্টের ক্যাপশনে করিনা লেখেন, "সুন্দরী রমণীদের সঙ্গে দারুণ সন্ধ্যা কাটালাম।"

বুধবার একটা বিজ্ঞাপনের শুটিং-এর সেট থেকে ছবিগুলো শেয়ার করেন শাহরুখ। ছবিতে করিনা এবং করিশমাকে সোনালী গাউন, শর্মিলা ঠাকুরকে সোনালী শাড়ি এবং শাহরুখ খানকে কালো স্যুট পরে থাকতে দেখা যাচ্ছে। শাহরুখ খান ইনস্টাগ্রামে ছবিটা পোস্ট করার এক ঘণ্টার মধ্যে প্রায় চার লক্ষের বেশি মানুষ ছবিটা লাইক করেছে।

শুধুমাত্র শাহরুখ খানই শুটের ছবি শেয়ার করেননি। কারিশমা কাপুরও তাঁর অনুরাগীদের সঙ্গে শুটিং-এর মুহূর্ত ভাগ করে নিয়েছেন। তিনি হ্যাশট্যাগ #ফ্যামিলিটাইস যোগ করে ছবির ক্যাপশনে লেখেন, "বিশেষ কিছু আসতে চলেছে"।

এছাড়াও কারিশমার শেয়ার করা আরও একটা ছবিতে বোন করিনাকে তাঁর কাঁধে হাত দিয়ে পোজ দিতে দেখা যায়। ছবিটা দেখার পর দুই বোনের থেকে চোখ সরিয়ে নেওয়া দুষ্কর হয়ে পড়েছে।

কর্মক্ষেত্রে শাহরুখ খানের পরবর্তী ছবি জিরো যা আগামী ডিসেম্বরে মুক্তি পাবে। আনন্দ এল রাই পরিচালিত জিরোতে তাঁকে অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফের বিপরীতে ২০১৭ সালের জব হ্যারি মেট সেজল ছবির পর অভিনয় করতে দেখা যাবে।

অন্যদিকে ভিরে দি ওয়েডিং-দের পর করিনা কাপুরের পরবর্তী ছবি করণ জোহরের তখত। রণবীর সিং ও আলিয়া ভাটের সঙ্গে তাঁকে সেই ছবিতে দেখা যাবে।