মানহানির মামলায় খালেদার ছয় মাসের জামিন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ পিএম, মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮ | ৪৩৮

ঢাকার দায়ের করা এক মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন। এই মামলায় জামিন পাওয়ার পর এখন কুমিল্লার হত্যা মামলায় জামিন পেলেই বেগম জিয়ার কারামুক্তির বিষয়ে বাধা থাকবে না বলে জানান বেগম জিয়ার আইনজীবীরা। 

কুমিল্লার হত্যা মামলার জামিন আবেদনটি এখনো বিচারাধীন রয়েছে। ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায় আয়োজিত এক সমাবেশে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় এ মানহানির মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি