মুক্তি পেল সুই ধাগা ছবির ট্রেলার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ এএম, মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮ | ৬৬৭

শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হল। মুক্তি পেল সুই ধাগা ছবির ট্রেলার। ঘর ভর্তি কাপড়। সেখানে একটি সেলাই মেশিনের ওপর বসে রয়েছেন বরুণ ধাওয়ান। গায়ে সোয়েটার। গলায় ঝোলানো মাপ নেওয়ার ফিতে। পিছনে ঘোমটা দিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আনুশকা শর্মা। ঠিক এভাবেই দিন কয়েক আগে মুক্তি পেয়েছিল ‘সুই ধাগা’র প্রথম পোস্টার। আর সোমবার মুক্তি পেল ছবির ট্রেলার। সব কিছু ঠিক থাকলে ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। ছবিটি পরিচালনা করেছেন শরৎ কাটারিয়া।

ছবির ট্রেলার শুরু হয়েছে মাউজিকে (বরুণ ধাওয়ান) দিয়ে, যে একটা সেলাই মেশিনের দোকানে সেলসম্যানের কাজ করে। তার স্ত্রী মমতা (অনুষ্কা শর্মা), একজন দক্ষ এমব্রয়ডারি শিল্পী। স্বামী স্ত্রীয়ের সম্পর্ক বেশ ভাল কিন্তু স্বামীকে সর্বক্ষণ দোকানে অপমানিত হতে দেখে কষ্ট পায় মমতা। সে চায় স্বামী নিজে কিছু কাজ করা শুরু করুক।

মাউজি নিজেও সেলাই জানে, নিজের দর্জি দোকান খুলে ব্যবসা শুরু করে সে। মাউজির পরিবার অবশ্য তার পাশে দাঁড়ায় না। মাউজি এবং মমতার সন্মান অর্জনের লড়াই শুরু হয়। বেকার থেকে মাউজি স্বনির্ভর হয়ে ওঠে। মমতা এবং মাউজি একসঙ্গে কাজ করে নিজেদের দেশি কাজকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা শুরু করে।

অন্য ছবির মতো এ ক্ষেত্রেও বাছাইয়ের সময় আনুশকা সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন চিত্রনাট্যের ওপর। যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবিতে ভারতের বিভিন্ন প্রদেশের সুতার কাজকে তুলে ধরা হবে। সব মিলিয়ে ফের একটি ভিন্ন ধারার ছবি উপহার দেবেন বরুণ-আনুশকা। এমনটাই মনে করছেন বলিউড মহলের একটা বড় অংশ।