পঞ্চগড়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮ | ৪৪৭

পঞ্চগড় সদর উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার (৯ আগস্ট) উপজেলার মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন মেয়েটি বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় আশপাশে লোকজন না থাকায় প্রতিবেশী অটো ভ্যান চালক আব্দুল আজিজ (৪৫) তাকে পাশের বাড়িতে ডেকে নিয়ে যায়। ঘরে নিয়ে প্রথমে তার হাতে ২০ টাকা ধরিয়ে দেয়। এরপর শিশুটির মুখ চেপে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে আজিজ ভ্যান নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।