বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে
ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮ তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ করে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে গাছের চারা রোপন করা হয়।