মানিকগঞ্জে হিন্দু ধর্মালম্বীদের সাথে প্রতিমন্ত্রী শুভেচ্ছা বিনিময়


আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মানিকগঞ্জে হিন্দু ধর্মালম্বীদেও সাথে শুভেচ্ছা বিনিময় করছেন সাস্থ ও পরিবার কল্যাণ প্রতি মন্ত্রি জাহিদ মালেক স্বপন । শুভেচ্ছা বিনিময় কালে সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেল ১৬০ টি মন্দিরে সরকারের বরাদ্দকৃত চাউলের অনুদানের চিঠি ও ১৩২ টি মন্দিরে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত অনুদান প্রদনি করা হয়।
রোববার দুপুরে মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা পূজা উদয়াপন পরিষদের সভাপতি অসীম কুমার বিশ্বাসের সভাপতিত্বে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
এছাড়াও বক্তব্য রাখেন ঢাক রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী ,পুলিশ সুপার মাহফুজুর রহমান, পৌর আব্দুস সালাম পিপি, সাটুরিয়া উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিযার , পূজা উদযাপন পরিষদেও কেন্দ্রীয় সদস্য লক্ষী চ্যাটার্জিসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।