গাইবান্ধায় বন্দুকযুদ্ধে নিহত ১

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:২০ এএম, মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮ | ৫০৯

গাইবান্ধায় গুলিতে ঠসা সালাম নামে একজন নিহত হয়েছে। র‌্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ঠসার বিরুদ্ধে প্রায় ২৮টি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মাদক দ্রব্য, বিদেশী অস্ত্রসহ গোলাবারুদ।

র‌্যাব জানায়, গতরাতে সুন্দরগঞ্জ উপজেলার জামাল গ্রামে মাদকের কেনা বেচা হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে, তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা।

র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এসময় বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে ঠসা সালামকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন।