ঢাকা ও আন্তঃজেলায় বাস চলাচল শুরু


গত কয়েকদিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে রাজধানীতে বাস চলাচল শুরু হয়েছে। দূরপাল্লা ও আন্তঃজেলার বাসও চলাচল করছে। স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।
বাসের কাগজপত্র, চালকের লাইসেন্স যাচাই করে ঢাকার টার্মিনালগুলো থেকে রাস্তায় গাড়ি নামাচ্ছে পরিবহন কর্তৃপক্ষ। তবে রাজধানীর রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম বলে অভিযোগ করছেন যাত্রীরা। রাতে যানবাহন চলাচলের সিদ্ধান্ত নেয় সড়ক পরিবহন মালিক সমিতি।
গত ২৯ জুলাই দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে নিরাপত্তার অভাবে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন মালিকেরা।