কালিহাতীতে ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৯ পিএম, রোববার, ২৪ সেপ্টেম্বর ২০১৭ | ৪৮৯

কালিহাতী উপজেলা ছাত্রলীগের কর্মসূচী অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলা ও বাঙ্গালীর নির্ভরযোগ্য ঠিকানা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, সফল প্রধান মন্ত্রী দেশরতœ, জননেত্রী শেখ হাসিনা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার ”মা” উপাধিতে ভূষিত হওয়ায় ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘে শান্তি প্রস্তাব পেশ করায় ২৪ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় কালিহাতী উপজেলার এলেঙ্গাতে কালিহাতী ছাত্রলীগ আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্তর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান মোল­া, কালিহাতী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম মোল­া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান তুহিন, যুগ্ন আহবায়ক পলাশ সিদ্দিকী, যুগ্ন আহবায়ক চান মিয়া সরকার, টাঙ্গাইল জেলা ছাত্রলীগ ও কালিহাতী উপজেলা ছাত্রলীগের সদস্য মাজহারুল ইসলাম (কুয়াশা) সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলেঙ্গা পৌর ছাত্রলীগের আহবায়ক রাজু আহম্মেদ।