সখীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৫

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, শনিবার, ৪ আগস্ট ২০১৮ | ৪৭০

টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। গত শুক্র ও শনিবার উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া ও নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওইসব এলাকায় এখন পাগলা কুকুর আতঙ্ক বিরাজ করছে। শিক্ষার্থীরা ভয়ে স্কুল কলেজে আসা প্রায় বন্ধ করে দিয়েছে বলে জানান এলাকাবাসী ।

জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া এলাকার পাগলা কুকুরের কামড়ে আবদুস ছবুর মিয়া (৩০), রবিন মিয়া (২৩), জাফর আহমেদ (২৫), আয়শা আক্তার (১১), মোশারফ হোসেন (২৮) সহ ৭ জন এবং শনিবার সকালে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কাকলী আক্তার (১০), আহসান মিয়া (১৭), নাছির উদ্দিন (১২), নলুয়া মাদরাসার হুজুর জোনায়েদ আহমেদ (৪০)সহ ১৮ জনকে কামড়িয়ে আহত করে।