ঢাকায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় চকরিয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

এম, জুনাইদ উদ্দিন, চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ০৩:৪০ পিএম, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮ | ৫০৫
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন ঢাকার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দিয়া ও করিম।ওই দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে।
 
২ জুলাই দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মেসেজ সরকার বুঝতে পেরেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বলেছেন, আন্দোলনকারীদের সব দাবি মেনেই দোষীদের আইনের মাধ্যমে কঠোর সাজা দেয়া হবে। একই সাথে শিক্ষার্থীদের অবরোধ তুলে ঘরে ফেরারও আহ্বান জানিয়েছেন তিনি।
 
এই দিকে ০২.০৮.১৮ তারিখ বৃহস্পতিবার সকালে চকরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা " উই ওয়ান্ট জাস্টিস " শ্লোগানে বিভিন্ন দাবী সম্মিলিত কার্ড নিয়ে চকরিয়া কক্সবাজার মহাসড়কে নিরাপদ সড়কের দাবীতে শ্লোগান দেয়।
 
তাদের দাবীর মধ্যে উঠে আসে, নিরাপদ সড়ক চাই, লাইসেন্সধারী অভিজ্ঞ ড্রাইভারের ড্রাইভিং সুযোগ, যেখানে ড্রাইভিং এর অনিয়ম দেখাদিবে সেখানেই সাথে সাথে শাস্তি ও জরিমানার ব্যবস্থা করা, দেশব্যাপী ড্রাইভিং এর কোর্সের ব্যবস্থা করে সার্টিফিকেট প্রদান করা, দেশের বিভিন্ন রোডের পাশে নিরাপদ সড়ক সম্মিলিত সাইনবোর্ড স্থাপন করা ও স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে নিরাপদে পথ চলতে শীর্ষক কর্মশালার মাল্টিমিডিয়া শোর আয়োজন করা ইত্যাদি।
 
শিক্ষার্থীরা চকরিয়া কক্সবাজার মহাসড়কে চকরিয়া নিউমার্কেটের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন।  অপরদিকে আগামী ৩ আগস্ট নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা শাখার সভাপতি নিসচা কেন্দ্রীয় ঘোষণা অনুসারে চকরিয়া চিরিংগা শহরে সকাল ১১টায় মানববন্ধনের ডাক দেয়।