চকরিয়ায় জুতার তলা থেকে ৮শ পিস ইয়াবা উদ্ধার


চকরিয়ায় জুতার ভেতর লুকিয়ে ইয়াবা পাচারকালে এক যুবককে আটক করেন মালুমঘাট হাইওয়ে পুলিশ। এসময় অভিনব কায়দায় লুকানো জুতা থেকে আট শত পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
সোমবার রাত সাড়ে বারটার দিকে ডুলাহাজারা বাস স্টেশনে পুলিশের নিয়মিত তল্লাসি অভিযানে আটকের ঘটনাটি ঘটে। ধৃত ইয়াবা পাচারকারী মোঃ নাজিম উদ্দিন সোহেল (১৭) ভোলা জেলার দৌলতখাঁন উপজেলার মোঃ মানিকের পুত্র।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই জসিম উদ্দিন জানায় সোমবার রাতে নিয়মিত যানবাহন তল্লাসি করা হয়। এসময় নাজিম উদ্দিন সোহেল নামক কিশোরের জুতার তলায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আট'শ পিসের চার প্যাকেট ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
আটক কিশোর সেন্টমার্টিন সার্ভিস নামক বাসে করে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আলমগির হোসেন বলেন, ডুলাহাজারা স্টেশনে সোমবার রাত সাড়ে বারটার দিকে এক কিশোরের জুতার তলা থেকে আট'শ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাকে চকরিয়া থানায় পাঠানো হয়েছে।