কার সঙ্গে অনুশীলনে ব্যস্ত মেসি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | ৫০৪

রাশিয়া বিশ্বকাপ শেষে এখনও ছুটির মেজাজে লিওনেল মেসি। ক্লাব দল বার্সেলোনার আমেরিকা সফরেও যাননি তিনি। বরং অবসরেই দিন কাটাচ্ছেন এলএম টেন। অবশ্য ছুটিতেও লিওনেল মেসির সঙ্গী সেই ফুটবল। আর এবার তাঁর খেলার সঙ্গী কে জানেন? মেসির পোষা কুকুর, হাল্ক।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে হেরে ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। স্বপ্নভঙ্গ হয়েছিল ফুটবল যুবরাজের। তার পর থেকে ছুটিতেই রয়েছেন এলএম টেন। বেশ কয়েকদিন ছিলেন ইবিজার কাছে একটি দ্বীপে। সেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন সময়। টেনিস তারকা রাফায়েল নাদালের সঙ্গেও দেখা হয়েছিল তাঁর।

 
ভিডিওটিতে দেখা যাচ্ছে মেসি বাঁ পায়ে বল নিয়ে জাগলিং করছেন। হাল্ক এগিয়ে গেলেও নাগালই পেল না। এভাবে এপাশ-ওপাশ করে বেশ কয়েকবার তাকে ধোঁকা দিলেন মেসি। প্রসঙ্গত আড়াই বছর আগে এই কুকুরটি (হাল্ক) মেসিকে উপহার হিসেবে দিয়েছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।