ঠাকুরগাঁওয়ে বৃক্ষমেলা, একটি করে গাছ লাগানোর আহবান

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৮ পিএম, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | ৪১৯

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে একটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন অতিথিরা ।  

মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১১টায় ফলদ বৃক্ষ মেলার  উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. সফিকুল ইসলাম।  

"অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা" এ স্লোগানকে প্রতিপাদ্য করে  বৃক্ষ মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।   

পরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার  আ: মান্নান, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ।