টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার ফোরামের পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১ এএম, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | ৪৩৩

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার ফোরাম ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইনডেক্স গ্রুপের নির্বাহী কর্মকর্তা পীরজাদা শফিউল্লাহ আল মনির প্রধান অতিথি থেকে নবনির্বাচিত কর্মকর্তাদের ফুল বরণ করে নেন।

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে আয়োজিত পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক মো. নাসির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনডেক্স গ্রুপের নির্বাহী কর্মকর্তা পীরজাদা শফিউল্লাহ আল মনির। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন, টাঙ্গাইলের সিনিয়র জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, সাদত কলেজের সাবেক অধ্যক্ষ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

অনুষ্ঠান পরিচালনা করেন, ফোরামে উপদেষ্টা ও প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর ও ফোরামের সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ করসপডেন্ট মহব্বত হোসেন। শেষে ক্লোজআপ শিল্পী লিজা ও টাঙ্গাইলের লিমন গান পরিবেশন করেন।