সামাজিক নিরাপত্তাকে সরকার অগ্রাধিকার দিয়ে থাকে- একাব্বর হোসেন এমপি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৭ পিএম, সোমবার, ৩০ জুলাই ২০১৮ | ৯৫৪

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন সরকার চলতি বাজেটে সামাজিক নিরাপত্তা প্রকল্পের পরিধি ও সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি করেছে। ভবিষ্যতেও সরকার এদিকে নজর দিবে। তিনি সোমবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভাতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে ভাতা উৎসবে বক্তৃতা করেন একাব্বর হোসেন এমপি, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল হামিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা সমাজ সেব অফিসার খাইরুল ইসলাম প্রমুখ।

বয়স্ক, বিধবা, অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষা ভাতা এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে নতুন ভাতার বই বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এ ভাতা উৎসবের আয়োজন করে।

এমপি একাব্বর হোসেন বলেন আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন ক্ষেত্রে সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ শুরু করে। সুজোগ পেলে ভবিষ্যতে সরকার এদিকে আরো বেশি নজর দিবে।

এমপি একাব্বর আরো বলেন দেশের মানুষের কল্যানে আওয়ামীলীগ সবসময় কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে তখনই দেশে উন্নয়ন হয়। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামীলীগকে বিজয়ী করার আহবান জানান।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২০১৭-১৮ অর্থ বছরে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ হাজার ৩৬১ জন বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে নতুন ভাতা বই বিতরণ করা হয়েছে বলে উপজেলা সমাজ সেবা কর্মকতা খাইরুল ইসলাম জানান।