রোনালদোর ১৯ মিলিয়ন ইউরো জরিমানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, শনিবার, ২৮ জুলাই ২০১৮ | ৪৩৬

পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ক্লাব পরিবর্তনের পর এবার কর ফাঁকির অভিযোগে সমালোচিত সাবেক এই রিয়াল তারকা। কর ফাঁকির অভিযোগে রোনালদোকে ১৯ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।

ক্লাব পরিবর্তন করে সম্প্রতি আলোচনায় মুখর ক্রিস্টিয়ানো রোনালদো। এবার কর ফাঁকির অভিযোগে নতুন করে আলোচনায় এসেছেন।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলার সময় চারটি কর ফাঁকির মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। এর জন্য ১৯ মিলিয়ন ইউরো জরিমানার পাশাপাশি দুই বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে।

তবে অতিরিক্ত জরিমানা দিয়ে কারাদণ্ড মওকুফ করেছে তিনি। তবে কোর্টের খরচ ও অন্যান্য খরচসহ রোনালদোকে ১৯ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে। অন্যদিকে মামলা চলার সময় ৫ দশমিক ৭ মিলিয়ন ইউরো ফি কমানো হয় সাবেক এই রিয়াল তারকার।