বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে

টাঙ্গাইলে হরিজন জনগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৬:১২ পিএম, বুধবার, ২৫ জুলাই ২০১৮ | ৫৫৩

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও হরিজন জনগোষ্ঠীর ৫দফা দাবি আদায়ের লক্ষে টাঙ্গাইলে হরিজন জনগোষ্ঠীর প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের কান্দাপাড়া এলাকায় টাঙ্গাইল জেলা হরিজন ঐক্য পরিষদের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখা আয়োজিত প্রস্তুতি মূলক আলোচনা সভায় সংগঠনের সভাপতি শ্রী সুমন হরিজন চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি শ্রী বাবুলাল হরিজন রাউৎ, শ্রী রাম হরিজন হেলা, শ্রী মানিক হরিজন হেলা, সাধারণ সম্পাদক শ্রী সুবল হরিজন রাউৎ প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হরিজন ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক শ্রী মুন্না হরিজন হেলা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্রী হৃদয় হরিজন রাউৎ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শ্রীমতি সূচনা হরিজন হেলা, নির্বাহী সদস্য শ্রী বিকি হরিজন হেলাসহ হরিজন ঐক্য পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় ৫দফা দাবি আদায়ের লক্ষে সকল নেতৃবৃন্দকে আগামী শুক্রবার ২৭ জুলাই ঢাকার গুলিস্থানে অংশ গ্রহন করার জন্য আহবান জানানো হয়।