সখীপুরে বিদ্যুৎ পৃষ্টে কৃষকের মৃত্যু


টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ পৃষ্টে হেলাল উদ্দিন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার যাবদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল ওই এলাকার মৃত হাজী জালাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে হেলাল তার বাড়িতে কাপড় শুকা দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতের তারে তাঁর হাত স্পর্শ লাগে। এতে সে বিদ্যুৎপৃষ্ট হয়।
পরে তাকে উদ্ধার করে মির্জাপুর হাসপাতালে নিয়ে গেলে ওইদিন রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।