ছানোয়ার হোসেন এমপি’র সাথে নিউইয়র্ক প্রবাসীদের মতবিনিময় রোববার

প্রবাসে টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৩১ পিএম, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭ | ৬৮২

বাংলাদেশ জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ (সদর) আসনের নির্বাচিত সদস্য ছানোয়ার হোসেন এর সাথে নিউইয়র্কে বসবাসকারী টাঙ্গাইলবাসীর মতবিনিময় সভা রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র উদ্যোগে ঐ দিন জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রবাসী সকল টাঙ্গাইলবাসীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংগঠনের কর্মকর্তারা অনুরোধ জানিয়েছেন।

উলে­খ্য, জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ছানোয়ার হোসেন এমপি গত ১৬ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্র আসেন।