ছানোয়ার হোসেন এমপি’র সাথে নিউইয়র্ক প্রবাসীদের মতবিনিময় রোববার


বাংলাদেশ জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ (সদর) আসনের নির্বাচিত সদস্য ছানোয়ার হোসেন এর সাথে নিউইয়র্কে বসবাসকারী টাঙ্গাইলবাসীর মতবিনিময় সভা রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র উদ্যোগে ঐ দিন জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রবাসী সকল টাঙ্গাইলবাসীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংগঠনের কর্মকর্তারা অনুরোধ জানিয়েছেন।
উলেখ্য, জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ছানোয়ার হোসেন এমপি গত ১৬ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্র আসেন।