পৃথিবীতে এখনো দানশীল ব্যক্তি আছে

হতদরিদ্রের পাশে ডুলাহাজারা প্রবাসী সমিতি

এম. জুনাইদ উদ্দিন, চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ১১:৫৩ এএম, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮ | ৪৯৭
চকরিয়ার জনজীবনে বিত্তহীনদের ঘরে প্রায় ১২ মাসই কোনো না কোনো কষ্ট লেগেই থাকে। চৈত্র-বৈশাখ-জ্যৈষ্ঠ—এ তিন মাস চকরিয়ায় খেটে খাওয়া মানুষ দাবদাহে পুড়তে থাকে। আষাঢ়-শ্রাবণ-ভাদ্র—এ তিন মাস বর্ষণে-ভাঙনে চকরিয়ায় অধিকাংশ এলাকাই থাকে জলমগ্ন।
 
আশ্বিন-কার্তিক-অগ্রহায়ণ—এ তিন মাস চকরিয়ায় কৃষকদের কাজ না থাকায় কর্মহীন অভিশপ্ত সময়, যদিও অগ্রহায়ণের মাঝামাঝি নতুন ফসল কিছুটা আসতে শুরু করে। পৌষ-মাঘ—এ দুই মাস শীতে যেমন কুঁকড়ে যায় গাছের পাতা, তেমনি কুঁকড়ে যায় শ্রমজীবী বিত্তহীন মানুষের শরীর। ঠান্ডায় যখন ভদ্রলোকেরা লেপের নিচে থাকতে পছন্দ করেন, তখনো কৃষিশ্রমিকদের কাদামাটিতে হাত-পা ডুবিয়ে ধানের চারা রোপণ করতে হয়।
 
প্রতিবছর শীত এলেই দেখা যায়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা দানশীল ব্যক্তি, প্রতিষ্ঠান কিছু কিছু করে শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সব বিতরণ করে থাকে। তা যদিও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এরই উপর ভিত্তি করে গরিব অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে থেকে কাজ শুরু করলো ডুলাহাজারা প্রবাসী সমিতি।
 
গতকাল চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নের শাহ সোজাপুর ও উত্তর পাড়ায় কয়েকটি অসহায় পরিবারকে নগদ অর্থ ও ঘর নির্মাণ সরঞ্জামাদি বিতরণের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করে। এসময় প্রবাসী সমিতির কর্মিরা প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা ও পাঁচ বান করে ঢেউটিন বিতরণ করেন।
 
কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্যতম ইউনিয়ন ডুলাহাজারার সকল প্রবাসীরা ২০১৮ সালের প্রথমার্ধে এটি প্রতিষ্ঠা করেন। জানা গেছে ডুলাহাজারার বিভিন্ন দেশে অবস্থানরত ৪০ জন প্রবাসী এ সমিতির আওতাভুক্ত রয়েছে। আগামীতে তাদের নিজ এলাকা ডুলাহাজারাতে গরিব অসহায়ের পাশে থেকে উন্নয়নমুলক কাজে অংশগ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
সমিতির সদস্য মোঃ শাহজাহান ও আরিফুল ইসলাম খোকা প্রতিবেদককে বলেন ডুলাহাজারার হত দরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকতে এ সমিতি গঠন করা হয়েছে। অর্থের অভাবে মেয়ে বিয়ে, চিকিৎসা, পড়ালেখা, বাসস্থান ও খাদ্য সমস্যায় তারা সহযোগীতার হাত বাড়াবেন।
 
তারা আরো জানায় বর্ণিত সমস্যার বিষয়ে সঠিক কোন তথ্য পেলে দেশে তাদের সক্রিয় তদন্ত টিম রয়েছে। তারা যথাযথ সত্যতা যাচাই করবেন এবং ওই সমস্যা সমাধানে সমিতি যথেষ্ট চেষ্টা করবে। এতে সমিতির সকল প্রবাসী সদস্যরা দেশবাসীর কাছ থেকে দোয়া কামনা করেন।