টাঙ্গাইলে উল্টো রথের মধ্য দিয়ে নয় দিনব্যাপী রথ যাত্রা উৎসবের সমাপ্তি


সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও উল্টো রথের মধ্য দিয়ে নয় দিনব্যাপী রথ যাত্রা উৎসবের সমাপ্তি হয়েছে।
২২ জুলাই রবিবার সকালে শ্রী শ্রী বড়কালিবাড়ীর উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় বড়কালিবাড়ীতে গিয়ে শেষ হয়। বড়কালিবাড়ী মন্দির প্রাঙ্গনে শত শত ভক্তবৃন্দ রথ টানের মধ্য দিয়ে পূজার্চ্চনা করে।
অন্যদিকে বিকেলে ইস্কনের উদ্যোগে কাগমারী ইস্কন মন্দির থেকে রথটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবালিয়া ইসকন মন্দিরে গিয়ে পৌঁছায়। এসময় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা রথটি টেনে নিয়ে যায়।