চকরিয়ায় শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষ রোপণ


চকরিয়া লক্ষ্যারচর ইউনিয়ন এর উদ্যোগে চকরিয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়।
১৮ জুলাই বুধবার মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় বৃক্ষ রোপণ ২০১৮ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যমে সারাদেশে ৩০ লাখ বৃক্ষ রোপণ কর্সূচীর অংশ হিসেবে চকরিয়া আমজাদিয়া মাদ্রাসায় এ কর্মসূচি উদ্বোধন করা হয় ।বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিতে উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম ( বিএ অনার্স এমএ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার মান্যবর মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম কাইছার, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্কুল মাদ্রাসার সহকারী শিক্ষক শিক্ষেকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।
অপরদিকে সারাদেশে ৩০ লাখ বৃক্ষ রোপণ কর্সূচীর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপীঠ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, বহদ্দরকাটা উচ্চ বিদ্যালয়, পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।