নন্দীগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা


বগুড়ার নন্দীগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক বাবা-মা। পুলিশ ওই ছেলেকে আজ মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছেন।
জানা গেছে, কয়েক বছর আগে উপজেলার সদর ইউনিয়নের হাটলাল গ্রামের ফিরোজ হোসেনের ছেলে আল-আমিন (২৫) মাদকাসক্ত হয়ে পড়েন। তিনি বেপরোয়া ভাবে জীবনযাপন করে আসছিলেন। কয়েক মাস ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্য ও বিভিন্ন লোকজনের ওপর নানাভাবে অত্যাচার করে আসছিলেন আল-আমিন।
গত সোমবার রাত ৮টার দিকে মাদক খেয়ে বাবা-মার সঙ্গে মাতলামি শুরু করে। তখন বাবা-মা সহ স্থানীয় লোকজন তাকে আটক করেন।এসময় তার কাছ থেকে ৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে বাবা ফিরোজ ছেলেকে পুলিশের এসআই চাঁন মিঞা ও এএসআই আখতারুজ্জামানের কাছে সোর্পদ করেন।
এপ্রসঙ্গে থানার এসআই আনিছুর রহমান জানান, মাদকাসক্ত আল-আমিনের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।