কক্সবাজারে বাঁশভর্তি ট্রাক উল্টে নিহত ৪


কক্সবাজারের উখিয়ায় বাঁশভর্তি একটি ট্রাক উল্টে অটোরিকশা ও টমটমকে চাপা দিলে ঘটনাস্থলেই চার নারী ও শিশু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বালুখালি ট্রানজিট পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাঁশবোঝাই একটি ট্রাক রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল। ট্রাকটি উপজেলার বালুখালি ট্রানজিট পয়েন্টে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি টমটমকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। এদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছেন।
দুর্ঘটনায় আহত অপর চারজনকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নিকারুরজাম্মান চৌধুরী সময়নিউজকে জানান, সড়কের একটি গর্তে পড়ে বাঁশবাহী চলন্ত ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।