চট্টগ্রামে গ্রেফতার ২

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ এএম, সোমবার, ১৬ জুলাই ২০১৮ | ৬৪৮

চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় নিহত মেহেরুন্নেসার ভাগ্নেসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে আম বাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিহত মনোয়ারা বেগমের ছেলে ও মেহেরুন্নেসার ভাই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে খুলশী থানায় মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থল থেকে নিহত মেহেরুন্নেসার বোনের ছেলে মুশফিকুর রহমান ও তার দোকানের কর্মচারী ইমনকে গ্রেফতার করে পুলিশ। জমিসহ চারতলা ভবনটি দখল নেয়ার জন্য নানী ও খালাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

রোববার (১৫ জুলাই) আমবাগানে নিজ বাড়ির পানির ট্যাংক থেকে মাসহ ষাটোর্ধ মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ।