নন্দীগ্রামে কাথম-কালিগঞ্জ সড়কের বেহাল দশায় সীমাহীন জনদূর্ভোগ

মো: মাসুদ রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৯ পিএম, রোববার, ১৫ জুলাই ২০১৮ | ৫২৮

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের বেহাল দশার কারণে সীমাহীন জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী যানবাহন। ফলে যে কোন মূর্হতে বড় ধরণের দুর্ঘটনা ঘটাতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার জনগুরুত্বপুর্ন কাথম-কালিগঞ্জ সড়কটি পাকা হওয়ার পর হতেই বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন পূর্বে যে কার্পেটিং করা হয়েছিল তা ওঠে গিয়ে যান চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়েছে। বর্তমানে বর্ষায় দেখা গেছে বৃষ্টির হলেই গর্তগুলোতে কাঁদা পানি জমে থাকে। যে কারণে মাঝে মধ্যেই গর্তের মধ্যে পড়ে ভারী যানবাহন আটকে থাকতে দেখা যায়। কাথম গ্রামের মাঝে রাস্তায় যে গর্তের সৃষ্টি হয়েছে ওই গর্তে যানবাহনও মানুষ আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নিম্নমানের কাজ হওয়ার কারণেই সড়কটির বেহাল দশা বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। সিমলাা এলাকার আব্দুর রহিম, মজিদ, কাসেম, সলিম, নামে ব্যক্তিগন বলেন, কাথম-কালিগঞ্জ সড়কটি অত্যন্ত ঝুঁকিপুর্ন অবস্থায় রয়েছে। মাঝে মধ্যে সড়ক উন্নয়নে কাজ শুরু করা হলেও সঠিক ভাবে কাজ শেষ করা হয় না। ফলে সড়কের অসংখ্য স্থানে গর্র্তের সৃষ্টি হয়েছে। এতে করে যাত্রীবাহী বাস, ট্রাক, ভটভটি, সিএনজি সহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

একই বিষয়ে ভরতেতুলিয়া এলাকার রাজ্জাক ও সামাদ নামে ব্যক্তিগন বলেন, কাথম-কালিগঞ্জ সড়কটি অর্থ উপায়ের একটি মাধ্যম হিসাবে পরিণত হয়েছে। পত্র-পত্রিকায় খবর প্রকাশ হলে কতৃপক্ষ অর্থ বরাদ্দ দেয় এবং কাজ শুরু হয়। কিন্ত স্থানীয় জনগন অভিযোগ তুলেছে, সড়ক মেরামতের কাজের দায়িত্বে থাকা ঠিকাদার ও সরকারি কর্মকর্তারা নামমাত্র কাজ করে অর্থ ভাগ-বাটোয়ারা করে নেয়।

এ পর্যন্ত যতবার সড়ক সংস্কারে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে, তার অধিকাংশই লুটপাট হয়েছে বলে উল্লেখ করেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাথম-কালিগঞ্জ সড়কের অর্থ বরাদ্দ সহ সার্র্বিক তদারকি করে থাকে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ফলে ঠিকাদাররা ইচ্ছে মতো কাজ করে তাদের কিছু করার থাকেনা । যে কারণে কাজের মান নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে জনগুরুত্বপূর্ন এ সড়কটি দ্রুত সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা প্রয়োজন।