মির্জাপুরে ৫০পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার


টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ ৫০ পিচ ইয়াবা সহ ইকবাল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
বুধবার সন্ধায় উপজেলার গোড়াই উত্তরা স্পিনিং মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইকবালের বাড়ি গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল কদ্দুছ।
পুলিশ জানায় সন্ধার সময় ইকবাল ওই স্থানে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। উত্তরা স্পিনিং মিলের সামনে অবস্থানকারী পুলিশের সন্দেহ হলে তাকে ডেকে দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা পাওয়া যায়।
পরে ইয়াবা সহ তাকে গেফতার করে থানায় আনা হয়।
মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন
বৃহস্পতিবার সকালে মাদক আইনে মামলর মাধ্যমে তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে