সংগঠনকে দাঁড়া করাতে হবে শক্তিশালী করে-ছানোয়ার হোসেন এমপি


টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর- ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন আওয়ামীলীগের যে কোন সংগঠনকে দাড়া করাতে হবে শক্তিশালী করে, আওয়ামীলীগের বিপরীতে নয়,দাড়া
করাতে হবে সহযোগী অঙ্গ সংগঠন হিসাবে।
আওয়ামীলীগকে মাঠ পর্যায়ে সহযোগিতা করার জন্যই এই আওয়ামী যুবলীগ। আজ শনিবার ১৪ই জুলাই সকালে টাঙ্গাইল প্রেস ক্লাব ( বঙ্গবন্ধু অডিটরিয়াময়ে) টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরোও বলেন বাংলাদেশের যে আজ উন্নয়ন তা শুধু মাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার ধারাবাহিক সরকারের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে হলে এ উন্নয়নের কথা সারা বাংলাদেশে তথা টাঙ্গাইল সদরের উন্নয়নের কথা তৃনমূলে কাছে তুলে ধরতে হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মোঃ বদিউল আলম বদি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন মোঃ রেজাউর রহমান চঞ্চল সভাপতি টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগ।
আবু সায়েম তালুকদার বিপ্লব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন মোঃ খোরশেদ আলম এডভোকেট চেয়ারম্যান টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ, এম এ রৌফ সাধারন সম্পাদক টাঙ্গাইল শহর আওয়ামীলীগ, ফারুক হোসেন মানিক সাধারন সম্পাদক আওয়ামী যুবলীগ সহ টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগের সকল নেত্ববৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রেজাউল করিম সাগর।