চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নুরুল আমিনের ইন্তেকাল

এম.জুনাইদ উদ্দিন, চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ১১:১৪ এএম, শনিবার, ১৪ জুলাই ২০১৮ | ৫৫৩
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক মাস্টার এস.এম নুরুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিয়ুন)
 
১৪জুলাই সকাল ৭ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট অবস্থায় মাস্টার এস.এম নুরুল আমিন ইন্তেকাল করেন। মাস্টার নুরুল আমিনের পিতা, মৃত - মাস্টার নজির আহমদ, মাতা, মৃত মহসেন আরা বেগম। 
 
তাঁরা ৫ ভাই ৩ বোন। নুরুল আমিন পরিবারের ১ম সন্তান। নিজ বাড়ি দিগরপান খালী, নুরুল আমিনের জন্ম চকরিয়া কাহারিয়া ঘোনা নানার বাড়িতে। বর্তমানে তিনি বাটাখালী নজির আহমদ মাস্টার বাড়িতে বসবাস করছিলেন । নুরুল আমিনের জন্ম ১৯৪৭ সালে।  শিক্ষকতার পূর্বে চকরিয়া কৃষি ব্যাংকে চাকরি করছেন, পরে ১৯৭৮ সালে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন, ২০১০ সালে জুন মাসে ৩১ বছর ৮ মাস তাঁহার চাকরি বয়স হয় এবং অবসরে যান। তাঁহার বর্তমান বয়স ৭১ বছর।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যম বাটাখালী পারিবারিক জামে মসজিদে দাপন করা হবে। এদিকে মাস্টার নুরুল আমিন স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, পূর্ব বড় ভেওলা জি. এন এ মিশনারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব ও সকল শিক্ষক শিক্ষিকাগণ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ রিদুয়ানুল হক ও চকরিয়া প্রতিনিধি এম. জুনাইদ উদ্দিন।