যৌন লালসা মেটাতে না পেরে
নাগরপুরে এক হিন্দু পরিবারের ঘরে অগ্নি সংযোগের অভিযোগ


টাঙ্গাইলের নাগরপুরে সংখ্যালঘু এক পরিবারের বসত বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। যৌন লালসা মেটাতে না পেরে ক্ষুব্ধ হয়ে স্থানীয় এক লম্পট অগ্নিকান্ডের এ ঘটনা ঘটায় বলে ক্ষতিগ্রস্থ পরিবার অভিযোগ করেন।
অগ্নিকান্ডের হাত থেকে গবাদি পশু উদ্ধার করতে গিয়ে বাড়ির মালিক ভবোনন্দ মন্ডল(৫৫) অগ্নিদগ্ধ হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের কাশাদহ গ্রামের নম পাড়ায়।
অগ্নিদগ্ধ ভবনন্দ মন্ডল জানান, প্রতিবেশি মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল হক ওরফে হক কসাই (৫২) আমার স্ত্রী দুই সন্তানের জননী (৪৫) কে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হক কসাই কু মতলব নিয়ে আমার বাড়িতে আসে। এ সময় আমার উপস্থিতি টের পেয়ে সে ফিরে যায়। পরে ওই রাত সাড়ে ৪টার দিকে হক কসাই ঘরে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। অগ্নিকান্ডে ২টি ঘড় ভস্মিভূত হয়েছে। দগ্ধ হয়েছে একটি গাভী। এতে প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিনের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।