টাঙ্গাইলে শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে


টাঙ্গাইলে আগামী ১৪ জুলাই শনিবার শিশুদেরকে ভিটামিন এ খাওয়ানো হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সিভিল সার্জন সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদার, ইপিআই সুপারিনটেনডেন্ট মো. সোলাইমান, এমওবিসি আজিজুর হক প্রমুখ। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রি মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, টাঙ্গাইলে আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার শিশুকে নীল রংগের ভিটামিন ও ১২ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬০ হাজার শিশুকে লাল রংগের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত ক্যাম্পেইনে ০৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৫১ হাজার ৪৫ জন শিশুকে নীল রংগের ভিটামিন ও ১২ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২৯ হাজার ৩২৭জন শিশুকে লাল রংগের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল।