বাগাতিপাড়ায় বড়বাঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন


নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড়বাঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এমপি’র প্রতিনিধি হিসেবে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন, ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকছেদ আলী, ইউপি সদস্য ও কমিটির সদস্য গোলাম রব্বানী, বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ঐতিহাসিক বড়বাঘা মসজিদ, মাদ্রাসা ও মাজার পরিচালনা কমিটির সভাপতি কায়সার ওয়াদুদ বাবর, সাবেক প্রধান শিক্ষক (অবঃ) আলহাজ্ব আলাউদ্দিন, সেকেন্দার আলী, সমাজসেবক আকরাম হোসেন ও কাওসার আলী প্রমূখ। এছাড়াও বড়বাঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি.জে নাজমা সুলতানা সহ সকল শিক্ষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।