বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২১ এএম, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | ৫০৬

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সাধনা বেগম(৩৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।সোমবার উপজেলার দেউলী ইউনিয়নের মেঘার্খদ্দ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাধনা বেগম ঐ এলকার গোলাম মোস্তফার স্ত্রী ও মোকামতলা কাশিপুর গ্রামের শাহজালাল এর মেয়ে বলে জানা গেছে।
জানা যায়,সোমবার দুপুরে তার ৩ বছর বয়সি ছোট সন্তান কে ভাত দিয়ে ফ্যনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হন তিনি।

পরে তাকে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।সংসার জীবনে ঐ গৃহিণীর ২ ছেলে সন্তান রয়েছে বলে জানা যায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।