টাঙ্গাইলে ১০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:৪২ এএম, রোববার, ৮ জুলাই ২০১৮ | ৪৪৭

শনিবার ০৭ জুলাই সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার রহমান, নুজহাত তাসনীম আওন ও মোঃ আব্দুল করিম জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল এর নেতৃত্বে টাঙ্গাইল জেলার সদর থানার কান্দাপাড়া এলাকা থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫ জন মাদক সেবী আসামীকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব । গ্রেফতারকৃত আসামীদের বাড়ি টাঙ্গাইল থানায় অবস্থিত ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন টাঙ্গাইল থানার বারুহা গ্রামের আমির মিয়ার ছেলে মোঃ জামিল হোসেন (৪৫), আশিকপুরের ফরহাদ মিয়ার ছেলে মোঃ শাহাদাত মিয়া (২৮), ধুলের চরের মালেক সরদারের ছেলে মোঃ রাজন মিয়া (৩৩), ব্যালারিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে আল আমিন (২৮), ও বাসাখানপুরের মোঃ গফুর মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৫)। আটককৃত আসামীগণ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২৬ ধারায় অপরাধ করায় ১ ও ২ নং আসামীগণকে ১ (এক) মাসের এবং ৩, ৪, ও ৫ নং আসামীগণকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।