বাগাতিপাড়ায় ফেনসিডিলসহ পশু চিকিৎসক আটক


নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে সুমন নামের এক পশু চিকিৎসক আটক হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পেড়াবাড়ীয়া বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান সুমন ভেটেরিনারী ফার্মেসী থেকে তিন বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানার এসআই আবু সেনা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পেড়াবাড়ীয়া মহল্লার আলহাজ্ব জামিল উদ্দিনের ছেলে পশু চিকিৎসক নবীউল ইসলাম সুমনকে আটক করা হয়।
ওই পশু চিকিৎসক তার ঔষধের কাভারের মধ্যে অভিনব কায়দায় তিন বোতল ফেনসিডিল রাখে। সে দীর্ঘদিন যাবৎ মাদক চক্রের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার এসআই আবু সেনা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে হাতে নাতে মাদক সহ আটক করা হয়েছে। নিয়মিত মাদকের মামলা তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।’
আরিফুল ইসলাম তপু / এমএমআর