কালিহাতীতে

জাপা মনোনিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, শনিবার, ৭ জুলাই ২০১৮ | ৪৯৯

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনিত চেয়ারম্যান প্রার্থী ইমরুল হাসান শিবলু’র পক্ষে গণসংযোগ করেছে জাপার নেতাকর্মিরা।

শনিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের আগ জোয়াইর, আটাবাড়ী, রাজাফৈর ও কস্তুরীপাড়া বাজারে জাতীয় পার্টি (জাপা) মনোনিত চেয়ারম্যান প্রার্থী ইমরুল হাসান শিবলু’র পক্ষে (লাঙ্গল মার্কা) প্রতীক নিয়ে গণসংযোগ করেছে কেন্দ্রীয় জাতীয় পার্টি (জাপা)’র নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের জাতীয় পার্টি মনোনয়ন প্রত্যাশী সৈয়দ মুশতাক হোসেন রতন, জাতীয় পার্টি কালিহাতী উপজেলা শাখার আহবায়ক আজিজুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক রহিম বাদশা মোল্লা, সদস্য সচিব হযরত আলী ও সদস্য মিনহাজ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য আসন্ন ২৫ জুলাই বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।