টাঙ্গাইলে ১০ পিস ইয়াবা ও ১০ লিটার চোলাই মদ ও ২৫০ গ্রাম গাঁজাসহ আটক ৬


টাঙ্গাইলে ১০ পিস ইয়াবা ও ১০ লিটার চোলাই মদ ও ২৫০ গ্রাম গাঁজা সহ আটক ৬ জনকে আটক করেছে র্যাব ।
০৪ জুলাই বুধবার সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার রহমান, রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, নুজহাত তাসনীম আওন, নুর-ই-আলম সিদ্দিকী, মুহাঃ শাহনুর জামান ও মোঃ আব্দুল করিম জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল এর নেতৃত্বে টাঙ্গাইল জেলার সদর থানাধীন কান্দাপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদক সেবী ৬ জনকে ১০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ ও ২৫০ গ্রাম গাঁজা সহ আকট করেছে ।
আটককৃত ৬ জনের বাড়ি টাঙ্গাইল সদরে । তারা হলেন (১) শ্রী রাজিব মালাকার (২৫), পিতাঃ শ্রী উত্তম মালাকার, এলাকা- পৌলি, (২) মোঃ মহরম (৩০), পিতাঃ মোঃ আছলাম, এলাকা-কান্দাপাড়া, (৩) শ্রী খিতিস (৩২), পিতাঃ নাথু চোহান, এলাকা- কান্দাপাড়া, (৪) মোঃ উজ্জল (৩০), পিতাঃ মৃত আতোব আলী, দক্ষিণ কলেজ পাড়া, (৫) মোঃ জুলহাস (৩৫), পিতঃ মৃত হাসেম, এলাকা- কলেজ পাড়া, (৬) মোঃ গিয়াস উদ্দিন (৩৭), পিতাঃ মোঃ আশ্ররাফ উদ্দিন, এলাকা- কলেজ পাড়া ।
আটককৃত আসামীগণ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২৬ ধারায় অপরাধ করায় প্রত্যেকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে ।
র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।