পুনরায় ময়না তদন্তের জন্য ৪ মাস পর কবর থেকে লাশ উত্তোলন


পুনরায় ময়না তদন্তের জন্য গোপালগঞ্জের কাশিয়ানীতে কবর দেওয়ার ৪ মাস পরে এক যুবকের লাশ কবর থেকে উঠানো হয়েছে। বুধবার (৪ জুলাই) গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকারের উপস্থিতিতে এ লাশ উঠানো হয়।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মোঃ আবুল কালাম শেখের ছেলে মোঃ শফিকুল শেখ (২৮) এর লাশ গত ৪ মার্চ তাদের বাড়ির পাশে মেহগনি বাগানে গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত শফিকুরের চাচা মোঃ আব্দুল মান্নান শেখ বাদী হয়ে ২৬ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে কাশিয়ানী থানা গত ১৪ মার্চ মামলাটি গোপালগঞ্জের পি,বি,আই এর কাছে হস্তান্তর করে ।
পি,বি,আই পরিদর্শক শংকর চন্দ্র মাত্তুবর জানান, পোষ্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে গলায় রশি দিয়ে শফিকুর শেখ আত্মহত্যা করেছে। এর পরে মামলার বাদী আব্দুল মান্নান শেখ লাশের পুনরায় ময়না তদন্ত চেয়ে আদালতে আবেদন করেন।
বাদীর আবেদনের পর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মোঃ মামুনুর রশিদ গত ৩ জুন লাশ উত্তোলন করে পূনঃময়না তদন্ত করার জন্য ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানোর নির্দেশ দেন।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা শংকর চন্দ্র মাত্তুবর আদালতের নির্দেশে আজ বুধবার গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন সরকারের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠায়।