টাঙ্গাইলে

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৪:০৬ পিএম, বুধবার, ৪ জুলাই ২০১৮ | ৫৮৯

টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়ছে। ৪ জুলাই বুধবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ রেজা।

অনুষ্ঠানের শুরুতেই ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি অফিসার সুখময় সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।