নন্দীগ্রামে ২২ লিটার চোলাই মদ সহ আটক ১


বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মদ প্রস্তুতকালে ২২লিটার চোলাই মদ সহ ১ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই আনিছুর রহমান ও এসআই চাঁন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দাসগ্রামে অভিযান চালিয়ে দাসগ্রাম বৃন্দাবন পাড়ার মৃতঃ তুফানের স্ত্রী শ্রীমতি উসনা মাহতি (৪০) কে ২২ লিটার চোলাই মদসহ আটক করে থানায় নিয়ে আসে। থানার ওসি মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।