ড্রাইভার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের ইউএনও কে নিসচার স্মারকলিপি প্রদান


ইজিবাইক ও টমটমের দুৰ্ঘটনারোধে নেট স্থাপন সহ নিসচা চকরিয়া শাখার মাধ্যমে ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে চকরিয়া নিসচার স্মারকলিপি প্রদান।
২ জুলাই সোমবার চকরিয়া নিসচার সভাপতি সোহেল মাহমুদ এর নেতৃত্বে ইজিবাইক ও টমটমের দুৰ্ঘটনারোধে নেট স্থাপন সহ নিসচা চকরিয়া শাখার মাধ্যমে ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে চকরিয়া নিসচার স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি তে উল্লেখ করেন - মাননীয় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনি চকরিয়া উপজেলাকে যানজট ও সড়ক দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে চকরিয়ায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন এবং করে যাচ্ছেন। তার জন্য আপনাকে নিসচা, চকরিয়া শাখার পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও সাধুবাদ জানাই।
আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কক্সবাজার শহরে সড়ক দূর্ঘটনা রোধে সকল ইজিবাইক ও টমটমের ডানে নেট স্থাপন সহ টমটমের পেছনে পৌরসভা কর্তৃক লাইসেন্স নম্বর দেওয়ার বিষয় লক্ষ্য করা যায়।এই নেট স্থাপন না হওয়ার কারণে অনেক যাত্রী রংসাইডে নামতে গিয়ে প্রতিনিয়ত মারাত্মক দূৰ্ঘটনার সম্মুখীন হচ্ছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অতি ছোট ছোট ছেলেরা ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ না করে টমটম গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছে।
উক্ত টমটমের কোন ড্রাইভারই ট্রাফিক আইন মেনে চলছে না। নিজ ইচ্ছামত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ওভার টেকিং এবং যত্রতত্র পার্কিং করে মারাত্মক দূর্ঘটনা ঘটাচ্ছে। উপজেলা প্রশাসন যদি নিরাপদ সড়ক চাই নিসচা) এর মাধ্যমে টমটম ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাহলে চকরিয়া উপজেলাকে আমরা খুব শীঘই দূর্ঘটনা ও যানজটমুক্ত উপজেলা উপহার দিতে পারব।
অতএব, মহোদয় উপরোক্ত বিষয়াদি সহৃদয় বিবেচনা পূর্বক চকরিয়া উপজেলাকে যানজট ও দূর্ঘটামুক্ত করার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণে মহোদয়ের সদয় মর্জি কামনা করছি।
পরক্ষণে ইউএনও মহোদয় নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদ কে উপরোক্ত বিষয়ের সমাধানকল্পে আশ্বাস দেন এবং অতিদ্রুত চকরিয়া নিসচাসহ চকরিয়ার বিভিন্ন গাড়ি শ্রমিক ও মালিক সমিতির সদস্যদের সাথে আলোচনায় বসে সড়ক দূর্ঘটনা রোধে কাজ করে যাবেন বলেও আশ্বাস দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা শাখার সহসভাপতি বেলায়েত হাসান পেয়ারু, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, প্রচার সম্পাদক এম.জুনাইদ উদ্দিন, ডাক্তার জান্নাতুল শিরিন মুনমুন, ডাক্তার মুরাদুল ইসলাম, জিয়াউদ্দিন, মোঃ জাকারিয়া