মাভাবিপ্রবিতে ‘শেয়ারিং সার্ভে রেজাল্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮ | ৪৮০

 


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অধীনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক পরিচালিত রসায়ন বিভাগের উদ্যোগে ‘শেয়ারিং দি সার্ভে রেজাল্ট’ শীর্ষক কর্মশালা ৩ জুলাই ২০১৮ তারিখ উক্ত বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

সকাল ১১ টায় কর্মশালা শুরু হয়। বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। সভাপতিত্ব করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ও এস এ কমিটির প্রধান ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম।

সমাপনী বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আবুল কাশেম লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন ড. মোঃ আবু রাশেদ। কর্মশালায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, এলামনাই সদস্য ও অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।