গুহায় আটকে থাকা ফুটবলাররা বেঁচে আছে নয় দিন ধরে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:০৯ পিএম, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮ | ৮৫৩

উদ্বেগ উৎকণ্ঠার নয়দিন পর খোঁজ মিলেছে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় গুহায় আটকা পড়া কিশোর ফুটবলারদের। বন্যাকবলিত গুহায় দলটির ১২ ফুটবলার ও তাদের কোচ জীবিত রয়েছেন। প্রাথমিকভাবে তাদের কাছে খাবার ও পানি পৌঁছে দেয়া হয়েছে। উদ্ধারকাজ চ্যালেঞ্জিং উল্লেখ করে থাই কর্তৃপক্ষ বলছেন, বন্যার পানি না কমা পর্যন্ত এদের গুহায় থাকতে হবে। এজন্য অপেক্ষা করতে হতে পারে দু থেকে তিনমাস পর্যন্ত।

এভাবেই টর্চ লাইটের আলো জ্বালিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে গুহায় আটকে পড়া শিশুরা বেঁচে আছে কিনা। আওয়াজ দিয়ে তাদের আশ্বস্ত করার চেষ্টা করা হয়। উত্তরে এক শিশু বলে, নিশ্চই দেখা হবে কাল! তাদের কাছ থেকে সাড়া পেয়ে দ্রুতই পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়। উদ্ধার কাজে আসে গতি।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে ভ্রমণে গিয়ে নিখোঁজ ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ জীবিত রয়েছেন, এমন তথ্য নিশ্চিত হওয়ার পর রোববার থেকে শুরু হয় উদ্ধার অভিযান। তবে চ্যালেঞ্জিং এ অভিযান পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে শুরু থেকেই।

চিয়াং রাইয়ের গভর্নর নারোংসাক অসোত্তানাকর্ন বলেন, ‘আমরা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। ভেতরে প্রচুর পানি জমে আছে, যা পাম্প ব্যবহার করে বের করার চেষ্টা করছি। উদ্ধার কাজে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট।’

এক উদ্ধারকারী বলেন, বর্তমানে আমাদের প্রধান কাজ আটকে পড়াদের খাদ্য-পানি পৌঁছে দেয়া। চিকিৎসকরাও ভেতরে গেছেন। এখন পর্যন্ত সুসংবাদ তারা ভালো আছে।